md aminul islam

Biography of Md Aminul Islam

শিল্পী মো. আমিনুল ইসলাম এর সঙ্গীতাঙ্গণে পথচলা শুরু হয় সেই ছাত্রজীবন থেকেই। পারিবারিক ভাবেই সঙ্গীতের সাথে বেড়ে উঠা, স্কুল ও কলেজ জীবনে পড়াশুনার পাশাপাশি সঙ্গীত চর্চার মাধ্যমে সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়মিত নিজেকে সম্পৃক্ত রাখেন।

• শিক্ষাজীবন:
শিক্ষাজীবনে শিল্পী মো. আমিনুল ইসলাম ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আর কে উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, মুক্তাগাছা এস এস সরকারী কলেজ থেকে এইচ এস সি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকাস্থ সরকারী কবি নজরুল কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এমবিএ সম্পন্ন করেন।

• কর্মজীবন:
কর্মজীবনে গত এক যুগেরও বেশি সময় ধরে তিনি দেশের শীর্ষস্থানীয় একটি বেসরকারী প্রতিষ্ঠানের ‘ডেপুটি ম্যানেজার’ হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

• সাংস্কৃতিক সংগঠক:
ছাত্রজীবনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সঙ্গীতসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করেন। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ঢাকার সাভারে ‘প্রতীতি শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং পরবর্তীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময়ে তিনি সঙ্গীত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নতুন নতুন গানের অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে সঙ্গীতের পথে সুদূর পথচলায় বিভিন্ন অভিজ্ঞতা লাভ করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন।

• ব্যক্তিগত জীবন:
ব্যক্তিগত জীবনে শিল্পী মো. আমিনুল ইসলাম স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে ঢাকায় বসবাস করছেন।

• সঙ্গীত সাধনা:
সঙ্গীত সাধনার নেশায় সর্বদা মত্ত শিল্পী মো. আমিনুল ইসলাম প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ওস্তাদ সালাউদ্দীন আহমেদের নিকট দীর্ঘসময় ধরে নজরুল সঙ্গীত চর্চা ও তালিম নিয়ে আসছেন।

• সঙ্গীতের বৃহৎ পরিসরে শিল্পী মো. আমিনুল ইসলাম:
সঙ্গীত নিয়ে বৃহৎ পরিসরে কাজের লক্ষ্যে শিল্পী মো. আমিনুল ইসলাম নিজের প্রচেষ্টায় গড়ে তোলেন ‘অনুরণন কালচারাল গ্রুপ’ (Anuronon CG)। এ কালচারাল গ্রুপ এর প্রথম অডিও মিউজিক অ্যালবাম ‘কিছুই আমার নয়’ প্রকাশ করা হয় ২০১৩ সালে। এই অ্যালবামের গানে শিল্পীর সাথে আরও অনেক শিল্পী কণ্ঠ দিয়েছেন।

‘কিছুই আমার নয়’ অ্যালবামের ১১টি গান থেকে ৪টি গানের মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। আরও বেশ কিছু ভিডিও রয়েছে প্রকাশের অপেক্ষায়। Anuronon CG এর ২টি ইউটিউব চ্যানেল রয়েছে। এছাড়াও ইউটিউবসহ বিভিন্ন মিডিয়ায় তিনি নিয়মিত নজরুল সঙ্গীত পরিবেশন করছেন।

• স্ট্রিমিং প্ল্যাটফর্মে শিল্পী মো. আমিনুল ইসলাম:
শিল্পী মো. আমিনুল ইসলাম নিয়মিত গান প্রকাশ করছেন। গানগুলো শ্রোতারা শুনতে ও দেখতে পাবেন ইউটিউব, আইটিউনস, স্পটিফাই, অ্যামাজন মিউজিক, ডিজার সহ জনপ্রিয় এবং আন্তর্জাতিক সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

Follow Md Aminul Islam